দেশগ্রাম

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মাইটকুমড়া গ্রামে নড়াইলের লোহাগড়া উপজেলায় নিজের বাসার ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মিস্ত্রি মারা গেছেন।

মারা যাওয়া ব্যক্তির নাম আশরাফ শেখ (৩৫)। তিনি মাইটকুমড়া গ্রামের ওমর শেখের ছেলে। আশরাফের স্ত্রী ও তিন ছেলে ।

শমশের আলী নামে আশরাফের একজন প্রতিবেশী জানান, আশরাফ শেখ আজ সকালে নিজের ঘরের একটি ফ্যান মেরামত করছিলেন। ওই সময় বিদ্যুৎ না থাকায় সুইচ বন্ধ করতে ভুলে যান। মেরামতের মাঝে বিদ্যুৎ চলে এলে তিনি বিদ্যুতায়িত হন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন আশরাফকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. দেলোয়ার হোসেন জানান, হাসপাতালে আনার আগেই আশরাফ মারা যান।