কামারখন্দ

বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু-কামারখন্দে

সিরাজগঞ্জের কামারখন্দে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুস সবুর (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার(২৩ জুলাই)বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাজার ভদ্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সবুর বাজার ভদ্রঘাট গ্রামের আব্দুস শহীদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান খান জানান, বিকেলে ভদ্রঘাট বাজার এলাকায় কাবিল খানের নির্মাণাধীন দ্বিতল ভবনের ছাদে খেলা করছিল সবুর ও কয়েক কিশোর। এ সময় সবুর লোহার রড দিয়ে খেলা করছিলো। এক পর্যায়ে ওই ভবনের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে সবুরের হাতে থাকা লোহার রডের ছোঁয়া লাগে, এতে সবুর বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।