জাতীয়

বিজয়ের মাসে প্রথম দিনে চলে গেলেন মহান মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা পালনকারী, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক তারামন বিবি।

বিজয়ের মাসে প্রথম দিনে চলে গেলেন মহান মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা পালনকারী, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক তারামন বিবি।ইন্না নিললাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

বীর মুক্তিযোদ্ধা বীর প্রতিক তারামন বিবি আর নেই। গতকাল রাত দেড়টার দিকে নিজ বাড়ি কুড়িগ্রামে ইন্তেকাল করেন স্বাধীনতা যুদ্ধের এ লড়াকু যোদ্ধা।
তার ছেলে আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ও শ্বাস কষ্টে ভুগছিলেন।জানান, বাদ জোহর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

তারামন বিবি ১৯৫৭ সালে কুড়িগ্রামের শংকর মাধাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মহান স্বাধীনতা যুদ্ধে তিনি ১১ নং সেক্টরে যুদ্ধ করেন। ১৯৭৩ সালে তৎকালীন সরকার তারামনকে বীর প্রতিক খেতাবে ভূষিত করেন।