বিক্রেতা আটক তাড়াশে ৩৯০পিস ইয়াবাসহ
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাজেদুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা।
৯ ফেব্রুয়ারি(শুক্রবার) রাতে উপজেলার সগুনা ইউনিয়নের সবুজপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অফিস সহকারী আনোয়ার হোসেন।
এসময় তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমনের নেতৃত্বে সবুজপাড়া গ্রামে অভিযান চালিয়ে সাজেদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন ও নগদ ১,০৮০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।