সিরাজগঞ্জ

বিএনপি থেকে নির্বাচিত এমপিরা সংসদে যোগ দিয়ে সরকারের ভূল ধরিয়ে দেবার আহবান-মোহাম্মদ নাসিম এমপি।

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥

বিএনপি থেকে নির্বাচিত এমপিদের সংসদে যোগ দিয়ে সরকারের ভুল ধরিয়ে দেবার আহবান জানিয়ে আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন-বিরোধী দল বিহীন পার্লামেন্ট সরকার চায় না। সরকার সংসদকে প্রাণবন্ত দেখতে চায

নির্বাচন হয়েছে,জনগণ আপনাদের নির্বাচিত করেছেন, কেন সংসদে আসবেন না প্রশ্ন রেখে নাসিম আরো বলেন, গলায় জোর থাকলে ৬ জনই ৬০ জনের আওয়াজ তুলতে পারবেন। তিনি বৃহস্পতিবার বিকেলে কাজিপুরের নাটুয়ারপাড়া ডিগ্রী কলেজের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন।

আওয়ামীলীগ বিরোধী দল থাকতে অনেক বার জেল খেটেছি, পুলিশের হাতে নিগৃহিত হয়েছি, কিন্তু মাঠ থেকে পালিয়ে যায়নি উল্লেখ করে সমাবেশে মোহাম্মদ নাসিম বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন প্রসঙ্গ টেনে বলেন- সাহস থাকলে মাঠে নামেন, আন্দোলনের হুমকি দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। যে দলের নেতারা পুলিশের লাঠির আঘাতে জামা কাপড় খুলে দৌড়ে পালায়, সে নেতা দিয়ে আন্দোলন হয়না। তার চেয়ে সংসদে আসুন, জনগণের কথা বলুন, খালেদা জিয়ার মুক্তির কথা বলুন, হয়তো বা লাভ হতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন।

নাটুয়ারপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক সরকারের সভাপতিত্ব অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়লা আরজুমান্দ বানু বিথী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী,নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।

এর আগে মোহাম্মদ নাসিম নাটুয়ারপাড়ায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের পরিদর্শন বাংলোর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় তাঁর সাথে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়লা আরজুমান্দ বানু বিথী উপস্থিত ছিলেন।

কাজিপুরের যমুনা নদীর দুর্গম চরে প্রতিষ্ঠিত নাটুয়ারপাড়া ডিগ্রী কলেজের রজতজয়ন্তি অনুষ্ঠানে মোহাম্মদ নাসিমের আগমণকে কেন্দ্র করে আয়োজিত আলোচনা সভায় ছাত্র শিক্ষক ও সাধারণ মানুষের ভিড়ে এটি একটি বিশাল সমাবেশে রুপ নেয়। দুই দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথমদিন সকালে বর্নাঢ্য র‍্যালী বের করা হয়।

মোহাম্মদ নাসিম বলেছেন- আওয়ামীলীগ সরকারে আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার মানেই উন্নয়নের সরকার। দুর্গম চরে ১০ শয্যাবিশিস্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, শিক্সা প্রতিস্ঠান নির্মাণ, পাকা সড়ক নির্মাণ,রেস্ট হাউস নির্মাণ, কাজিপুর উপজেলা পরিষদের নতুন ভবন, সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, আইএইচটি, আমেনা মনসুর টেক্সটাইল, পাঁচশ’ আসন বিশিস্ট শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম নির্মাণ সহ উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেছেন-সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন হয়। দেশের সমৃদ্ধি হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ধারাবাহিকতার কোন বিকল্প নেই