জাতীয়

বাড়ি থেকে স্কুলছাত্রী নিখোঁজ- খুন বলে আশঙ্কা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নিজের বাড়ি থেকে নবম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়ে গেছে।
আজ বুধবার ভোররাতের দিকে উপজেলার মহিপুর থানার কুয়াকাটা খানাবাদ কলেজসংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত বাবুল মল্লিকের মেয়ে নিখোঁজ স্কুলছাত্রীর নাম মরিয়ম বেগম (১৫)। সে মহিপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী।

বাড়ির মেঝেতে পাওয়া গেছে মেয়েটির ব্যবহৃত পায়ের নূপুর, রক্তমাখা দুটি ছুরি ও দুই টুকরা মাংস। এ ছাড়া ঘরের বেড়াসহ বিভিন্ন স্থানে রক্তের ছিটা রয়েছে। এলাকাবাসী ও পরিবারের আশঙ্কা, হত্যার পর মেয়েটির লাশ গুম করে ফেলা হয়েছে।

মহিপুর থানার পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতের খাবার খেয়ে মরিয়ম তার মা নুরজাহান বেগম (৪১) ও ভাই হামিমের (৩) সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে ছিল। বাড়ির দোতলায় বড় বোন রেশমা (১০) তাঁর স্বামী মাঈনুল ইসলামকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে রেশমা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। ওই সময় কক্ষের বাইরে থেকে বোনের ডাকে সাড়াও দেন তিনি। ভোররাতের দিকে মরিয়মকে না পেয়ে এবং ঘরের বিভিন্ন জায়গায় রক্ত দেখে মা নুরজাহান বেগমের চিৎকারে ঘরের সবার ঘুম ভাঙে।

খবর পেয়ে আজ মহিপুর থানার পুলিশ ভোর সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, রক্তমাখা দুটি ছুরি ও মরিয়মের ব্যবহৃত পায়ের নূপুর এবং দুই টুকরো মাংস ঘরের মেঝেতে পাওয়া গেছে। জীবিত বা মৃত কোনোভাবেই মেয়েটির সন্ধান পাওয়া যায়নি। ঘরের বেড়াসহ বিভিন্ন স্থানে রক্তে ছোপ দেখা গেলেও পরিবারের কেউ টের না পাওয়ার বিষয়টিও রহস্যজনক। এ ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রকৃত ঘটনা অনুসন্ধান করা হচ্ছে।

মরিয়মের নিখোঁজ হওয়া নিয়ে পরিবার ও এলাকাবাসীর মনে নানা শঙ্কা দেখা দিয়েছে। তাঁদের আশঙ্কা, মরিয়মকে হত্যার পর লাশ গুম করা হতে পারে।