সিরাজগঞ্জ

বাহুবল উপজেলার ইউএনও এর অপসারণ ও শাস্তির দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন।

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবল উপজেলার ইউএনও কর্তৃক ম্যাজেস্ট্রেসি ক্ষমতার অপব্যবহার করে উপজেলা প্রকৌশলী কে অবৈধ ভাবে গ্রেফতারের প্রতিবাদে ইউএনও মোঃ জসিম উদ্দিন এর অপসারণ ও শাস্তীর দাবীতে সিরাজগঞ্জ এলজিইডি এর কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ এলজিইডি‘র কার্যালয়ের সামনে ইউএনও মোঃ জসিম উদ্দিন এর অপসারণ ও শাস্তীর দাবীতে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় সিরাজগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ নুর এ আলম সিদ্দিকী, সহকারী প্রকৌশলী সাজ্জাদ হেসনাইন মোঃ হাইকেল,সদর উপজেলা প্রকৌশলী মোঃ বদরুদ্দোজা, বেলকুচি উপজেলা প্রকৌশলী মোঃ মঈন উদ্দিন, কাজীপুর উপজেলা প্রকৌশলী মোঃ বাবলু মিয়া, সদর উপজেলা উপসহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, উচ্চমান সহকারী সেখ ফিরোজ আলীসহ এলজিইডি‘র সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহন করেন।