বাসে তল্লাশি চালিয়ে ৩২ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার-উল্লাপাড়ার হাটিকুমরুলে ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় বাসে তল্লাশি চালিয়ে আব্দুল সালেক (৩৪) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার( ৮ জানুয়ারি-২০১৯) গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে ৩২ বোতল ফেন্সিডিলসহ বাস থেকে হাতেনাতে আব্দুল সালেক (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে হাইওয়ে থানা পুলিশ। আব্দুল সালেক ময়মনসিংহের ফুলপুর থানার বালিয়া গ্রামের মৃত লাল হোসেনের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে আব্দুল সালেকের কাছ থেকে ৩২ বোতল উদ্ধার করা হয়। সে ফেন্সিডিল নিয়ে হানিফ পরিবহনে (ঢাকা মেট্রো-ব-১৪-৯৩৩০) চাঁপাই থেকে ঢাকায় যাওয়ার পথে তাকে বাস থেকে আটক করা হয়। আটককৃত সালেকের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে ।