বাবরী মসজিদের স্হানে রাম মন্দির প্রতিষ্ঠার রায় দেয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল।
নিজস্ব প্রতিবেদকঃ
ভারতীয় সুপ্রীম কোর্ট বাবরী মসজিদের স্থানে রাম মন্দির প্রতিষ্ঠার রায় দেয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওলামা মাশায়েখরা। সোমবার (১১ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাধীনতা স্কয়ার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী বাবরি মসজিদের স্থানে রাম মন্দির প্রতিষ্ঠার রায় দিয়ে ভারতীয় সুপ্রীম কোর্ট মুসলমানদের হৃদপিন্ডে আঘাত করেছে।
অবিলম্বে এ রায় বাতিলের দাবী জানিয়ে বক্তারা বলেন, এ রায় বাতিল করা না হলে মুসলিম বিশ্ব তীব্র আন্দোলন গড়ে তুলবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুহিববুল্লাহ’র সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, জাতীয় ওলামা মাশায়েখ আয়েম্মাহ্ও সহ-সভাপতি রুহুল আমিন রাজি, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, ইসলামী আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মুফতি আল-আমিন সিরাজী, ইসলামী যুব আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।