সিরাজগঞ্জ

বানিয়াপট্টিতে চাউলে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় জরিমানা ।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ               

সিরাজগঞ্জ সদরের বানিয়াপট্টিতে গণেশ ভান্ডার  ও সমরেশ ট্রেডার্সকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চাউলে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অভিযোগে মামলা দিয়ে এ জরিমানা আদায় করা হয়। রোববার( ২৮জুলাই)  পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।  ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান,রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত শহরের বানিয়াপট্টিতে অভিযান চালায়। এ সময় ৫০ কেজির প্যাকেটজাত চালে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় গণেশ ভান্ডারকে দশ হাজার টাকা ও সমরেশ ট্রেডার্সকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক  ব্যবহার আইন,২০১০” এর আওতায়  ০২ টি দোকানকে মোট ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন, পাট উন্নয়ন কর্মকর্তা  মোঃ জিয়াউর রহমান খান, পেশকার মোঃ মিলন সরকার ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।