বাঐতারায় এক জুয়ার আসর ভেংগে দিলেন এসিল্যান্ড, ১জুয়াড়ীর কারাদন্ড ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা পুনর্বাসনের পাশে ইউক্যালিপটাসের একটি বাগানে জুয়ার আসর ভেংগে গুড়িয়ে দিলেন ও এক জুয়াড়ীকে । ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ মে -২০১৯) দুপুরে ঔই বাগানে জুয়া চলছে এই খবর গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে অভিযান পরিচালনা করেন সদর এসিল্যান্ড। অভিযানে জুয়া খেলারত অবস্থায় এক জুয়াড়ীকে আটক করা হয়,অন্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে পালিয়ে যায় এবং জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়। প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে মনিরুল ইসলাম (২৮) কে ১৫ (পনেরো) দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, পেশকার মিলন সরকার ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ ।