বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজিজুুর রহমান মুুুন্না,সিরাজ গঞ্জ ঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১নভেম্বর’১৮) সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত ) ও সিরাজগঞ্জ -২(সদর-কামারখন্দ) আসনের এম,পি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ইতিহাসের সংগঠন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুবলীগের ভূমিকা থাকতে হবে, কোন অপশক্তি যেন ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করতে না পারে যুবলীগকে পাহারা দিবে।
পৌর যুবলীগের আহবায়ক এমদাদুল হক এমদাদুল হক এমদাদ এর আহবানে জেলা যুবলীগের সহ-সভাপতি এস.এম গোলাম ফারুক বিপুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট বিমল কুমার দাস, আলহাজ ইসহাক আলী, সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম সজল, সদর উপজেলা যুবলীগের সভাপতি এস এম বারী।
এ সময় এ্যাডঃ রজব আলী সরকার, এ্যাডভোকেট কায়সার আহমেদ লিটন, উপজেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ বেলাল হোসেন, আব্দুস সাত্তার শিকদার, পৌর আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক আবু মাসুম, যুবলীগ নেতা একরামুল হক রিজভী উপস্হিত ছিলেন ।