বাংলাদেশের কাছে পাকিস্তান ক্ষমা না চাইলে তাদের সাথে কোনরকম সম্পর্ক নয় – ভিসি অধ্যাপক শাহ আজম
জহুরুল ইসলাম, শাহজাদপুর প্রতিনিধি:
যতদিন পাকিস্তান রাষ্ট্রটি আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা না চায় ততদিন তাদের সাথে কোন সম্পর্ক নয় বলে মন্তব্য করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক শাহ আজম শান্তনু। তিনি আরও বলেন, পাকিস্তানি বাহিনী নিরীহ ঘুমন্ত বাঙালির উপর নির্বিচারে গুলি চালিয়ে এক রাতেই ১ লক্ষ মানুষ হত্যা করে। এরকম জঘন্যতম হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে খুবই বিরল।
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন। একই সাথে তিনি ২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দান এবং বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা প্রার্থনার জোর দাবী জানান শনিবার ২৫ মার্চ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এ দিন রাতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে প্রদীপ প্রজ্জ্বালন করা হয়। এরপর দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। এরপর মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র “ওরা ১১ জন” প্রদর্শন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সোহরাব আলীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।