বহুলীর ডুমুর ইছাতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে সোমবার (৪ফেব্রয়ারী -২০১৯) উল্লাপাড়া থানার পূর্ব ধুবাকান্দি গ্রামের মোঃ রবিউল ইসলাম নামে ব্যক্তিকে সত্তুর হাজার টাকা জরিমানা করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। এ অভিযানে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০” এর আওতায় জরিমানা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন বহুলী ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ তারেক মোর্শেদ ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।