বহুলীতে কৃষকদের ধানের ন্যায্যমূল্যে ও শ্রমিকদের বকেয়া বেতনের দাবীতে বিএনপি’র মানববন্ধন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন বিএনপি’র আয়োজনে, কৃষকদের ধানের ন্যায্য মূল্যে নিশ্চতকরন ও পাট কল শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবীতে এক মানববন্ধন করেছে বিএনপি ও স্হানীয় কৃষকেরা।
বৃহস্পতিবার বিকেলে বহুলী হাটের সামনে রায়গঞ্জ – পাঙ্গাসী পাকাসড়কে এ মানববন্ধন করা হয় ।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক হারুনার রশীদ খান হাসান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ -দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ এনামূল হক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক রেজাউর রহমান ফিরোজ।
এতে সভাপতিত্ব করেন, বহুলী ইউনিয়ন বিএনপি’র গাজী নূরুল আমিন । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বহুলী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন খান। উক্ত মানববন্ধনে এসময় বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহুল আমিন সরকার, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক আহবায়ক ফরহাদ হোসেন, যুগ্ন-আহবায়ক জহুরুল ইসলাম, কৃষকদলেরনেতা ফরহাদ হোসেন, যুবদলনেতা সালে মাহমুদ বাবু, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন-আহবায়ক শফিকুল ইসলাম , কৃষক বাহেজ আলী,আবু সাইদ সহ প্রায় দু,’শতাধিক বিএনপি’র নেতাকর্মী ও কৃষক সহ এলাকাবাসীর একাংশ উপস্হিত ছিলেন।
প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন, এবার বোরো ধান চাষে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই সরকারকেই ধান কেনার সঠিক উদ্যাগ নিতে হবে। ধান কেনার নামে লোক দেখানো ধান ক্রয় হচ্ছে।আর প্রকৃত কৃষকেরা ধানের ন্যায্যমূল্যে বিক্রয় করতে পারছে না । সরকার দলীয় লোকজনেরা ধান নিয়ে হরিলুট ও সিন্ডিকেট করছে। অপরদিকে, ৩ মাসের মত পাটকল শ্রমিকেরা বেতন পাচ্ছে না। পাটকল শ্রমিকেরা অনাহারে দিনপাত কাটাচ্ছে তাই ঈদের পূর্বে তাদের বকেয়া বেতন দিয়ে দিন বলে সরকারের প্রতি আহবান জানান।