চৌহালী/এনায়েতপুর

বহুরুপী নেতা কর্ণেল চৌহালী পুলিশের হাতে আটক

সিরাজগঞ্জ চৌহালী:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে জন্ম নেয়া হুমায়ুন কবির কর্ণেল (৪৭) নামে এক বহুরুপী নেতাকে শনিবার বিকেল ৪ ঘটিকার সময় প্রযুক্তির সাহায্যে তার অবস্থান সনাক্ত করে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার একটি ভাড়া বাসা থেকে থেকে গ্রেফতার করেছে চৌহালী থানা পুলিশের চৌকস টিম।

এ অভিযান পরিচালনা করেন এসআই- পার্থ, ফারুক, হাফিজ, এএসআই- উৎপল, মতিউর সহ সঙ্গীয় ফোর্স। জানা যায় যমুনা নদী ভাঙন কবলিত চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন হুমায়ুন কবির কর্ণেল। ছোটবেলা থেকেই পরিবারে অবাধ্য সন্তান হয়ে বেড়ে ওঠেন তিনি। ছাত্র জীবন থেকেই বিভিন্ন প্রতারনা ছিলো তার নেশা। কর্ম জীবন শুরু করেন আইন পেশায় এবং হয়ে ওঠেন অপ্রতিরোধ্য প্রতারক, চাকরী দেয়ার কথা বলে চৌহালীর সহজ সরল অনেক মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ পাওয়া যায়।

আজ থেকে প্রায় ২০ বছর আগে যমুনায় তাদের বাড়ী বিলীন হওয়ায় তার পিতা আব্দুস ছাত্তার মাষ্টার চৌহালী ছেড়ে পাবনায় বাড়ী করেন। লোকমুখে শোনা যায় চৌহালীতে থাকতে তিনি মাধ্যমিক পর্যায়ের ছাত্র ছিলেন সেই ছাত্রাবস্থায় বাবার অজান্তে জুয়ার টাকা জোগার করতে একটি ঘর বিক্রি করেছিলেন। রাজনৈতিক জীবনে বার বার ভোল পাল্টিয়েছেন তিনি। রাজনীতি শুরু করেন ছাত্রলীগ দিয়ে পরে জামায়াত, বিএনপি, আওয়ামীলীগ ও সবশেষ বিএসডিপি (বাংলাদেশ সমাজ উন্নয়ন পার্টি) নামে একটি রাজনৈতিক দল গঠন করেন যা অনুমোদনের অপেক্ষায় আছে বলে যানা যায়।

এ ব্যাপারে চৌহালী থানার ওসি রফিকুল ইসলাম বলেন- ৩টি সিআর সাজা ও ২টা জিআর সহ মোট ৫টি মামলার ওয়ারেন্ট থাকায় গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।