বহিরাগতকে কোচিং করানোর জন্য স্কুল উন্মুক্ত করে দিয়েছে কতৃপক্ষ
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ধীতপুর আলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শ্রেনি কক্ষ উন্মুক্ত করে দেয়া হয়েছে বহিরাগত কে কোচিং করানোর জন্য। যেখানে বিদ্যালয়ের কক্ষ ব্যাবহার করে অত্র বিদ্যালয়ের ই শিক্ষার্থীদের কোচিং করাচ্ছেন তানিয়া খাতুন নামে বহিরাগত একজন শিক্ষিকা। যিনি অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হোসনে আরা খাতুন এর আত্মীয় বলে পরিচয় দেন। এবং অত্র বিদ্যালয়ের নিকট থেকে অনুমতি নিয়েই কোচিং করাচ্ছেন বলেও জানান। যা স্বীকারও করে নেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ লিয়াকত হোসেন। এবং যথাযথ কতৃপক্ষকে কোনকিছু না জানিয়েই নিজ ক্ষমতায় শুধু অন্যান্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করে এটা করেছেন বলেও জানান তিনি।
ছুটির পরেও বিদ্যালয়ের সকল শ্রেনি কক্ষ খুলে রেখে নিয়ম বহির্ভূত ভাবে বহিরাগতদের দিয়ে কোচিং করানো হয় এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় প্রতিষ্ঠানে গিয়ে বিদ্যালয় ছুটি হয়ে গেছে জানাগেলেও বিদ্যালয়ের প্রতিটি শ্রেনিকক্ষ খোলা পাওয়া যায়। দোতলায় গিয়ে দেখা যায় প্রতিটি শ্রেনি কক্ষ খোলা ও অনিরাপদ এবং নিরাপত্তা হীন ভাবে রয়েছে। এর মধ্যে একটি শ্রেনিকক্ষে কোচিং করাচ্ছেন একজন ভদ্রমহিলা। তার কাছেই নিয়মনীতির তোয়াক্কা না করে বিদ্যালয়ের চাবি তুলে দিয়েছেন কতৃপক্ষ। তিনিই কোচিং শেষে সকল শ্রেনি কক্ষ খোলা রেখে শুধু বাইরের মূলফটক বন্ধ করে যান বলেও সাংবাদিকদের জানান তিনি। কোচিংরত ছাত্র-ছাত্রীরা জানায়, আমরা গত ৪ফেব্রুয়ারি থেকে এখানে মাসিক একটি বেতন ঠিক করে তানিয়া ম্যাডামের নিকট কোচিং করছি।
প্রতিদিনই স্কুল শেষ হলে কোচিং করে তারপরে বাড়িতে যাই। এবিষয়ে কথা হলে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ রুখসানা খাতুন বলেন, ইনি আমাদের সহকর্মী হোসনেয়ারা ম্যাডামের আত্মীয়। তাই আমরা সবাই মিলে তাকে কোচিং করানোর জন্য শ্রেনি কক্ষ ব্যাবহারের অনুমতি দিয়েছি। তবে হোসনেয়ারা ম্যাডামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এবিষয়ে জানতে চাইলে ধীতপুর আলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ লিয়াকত হোসেন বলেন, বিদ্যালয়ে কর্মরত কোনও শিক্ষক প্রতিষ্ঠানে কোচিং করাতে পারবেনা বলে বিধিনিষেধ থাকলেও বহিরাগত কেও করাতে পারবেনা এমন কোনো বিধিনিষেধ নাই।
এবিষয়ে জানতে চাইলে সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আপেল মাহমুদ বলেন, এমন টা হওয়া উচিৎ নয়। বিষয়টি আমার জানা নেই তবে আপনার কাছ থেকেই অবগত হলাম। আমি খোঁজ খবর নিয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবো।