তাড়াশ

বসতুল স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্র‌তি‌নি‌ধিঃ

সিরাজগ‌ঞ্জের তাড়া‌শ উপ‌জেলার বসতুল ইসহাক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৯ জন পুরুষ ও ২ জন নারী প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী প্রার্থী জয়লাভ করেন। বিজয়ী প্রার্থীরা হলেন, মোঃ ফ‌রিদুল ইসলাম, মোঃ মজাহার আলী, মোঃ আতোয়ার রহমান, মোঃ শ‌হিদুল ইসলাম এবং মোছাঃ জিন্নাতারা।
‌নির্বাচন প‌রিচালনা সূ‌ত্রে জানা যায়, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ৯ ও নারী ২জনসহ মোট ১১ জন প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহণ করেন। ভোটারের ৪৭৯ মধ্যে ৪২৭ জন তাদের ভোট প্রয়োগ করেছেন।


এ নির্বাচনে ৯ জন প্রার্থীর মধ্যে মোঃ ফ‌রিদুল ইসলাম ২১৯ ভোট পেয়ে প্রথম, ২০৪ ভোট পেয়ে মোঃ মজাহার আলী দ্বিতীয়, ১৮১ ভোট পেয়ে মোঃ আতোয়ার রহমান তৃতীয় এবং ১৭৬ ভোট পেয়ে মোঃ শ‌হিদুল ইসলাম চতুর্থ স্থান অধিকার করে জয়লাভ করেন। এদিকে পরাজিত প্রার্থীদের মধ্যে মোঃ আব্দ‌ুল ওয়াদুদ পেয়েছেন ৭৯ ভোট,  আব্দুল সালাম পেয়েছেন ১৩৬ ভোট, মোঃ জয়লুন আ‌বেদীন পে‌য়ে‌ছেন ১৪৩ ভোট, মোঃ মোজদার হো‌সেন পে‌য়ে‌ছেন ১১৮ ভোট ও মোঃ মোয়া‌জ্জেম ‌হো‌সেন পেয়েছেন ১৪৮ ভোট।
এছাড়া সংরক্ষিত নারী প্রার্থীদের মধ্যে মোছাঃ জিন্নাতারা ২৩৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী  মোছাঃ মালা খাতুন ১৭১ ভোট পেয়ে পরাজয় বরণ করেছেন।
এ নির্বাচনে উপ‌জেলা একা‌ডে‌মিক সুপারভাইজার মোঃ নূরুন্নবী প্রিজাইডিং অফিসার হিসেবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।