চৌহালী/এনায়েতপুর

বর্ষার শুরুতেই চৌহালীতে শুরু হয়ছে তীব্র ভাঙ্গন

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি:

বর্ষার শুরুতেই সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র ভাঙ্গন শুরু হয়েছে।   গত এক সাপ্তাহে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর নাকালিয়া, চর বিনানই, চর সলিমাবাদ ও ঘোড়জান ইউনিয়নের ফুলহারা, মুরাদপুর, চর ধীতপুর, উমারপুরের বাউশা, মিনিদা, ধুবুলিয়া গ্রামের অন্তত শতাধিক বসতবাড়ি সহ বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে ১ ডজন শিক্ষা প্রতিষ্ঠান। এসব বাড়ি-ঘরের অসহায় মানুষজন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। অনেকে ভাঙ্গন শঙ্কায় ঘর-বাড়ি ও আসবাপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছে। বাড়ি-ঘর নদী গর্ভে বিলিন হওয়ায় স্বচ্ছল অনেক পরিবারই সহায়-সম্বলহীন হয়ে পড়েছে।   চর সলিমাবাদ গ্রামের আব্দুল লতিফ জানান, ছোট থেকেই নদী ভাঙ্গন দেখছি নিজেও বৃদ্ধ হয়েছি কিন্তু আজও নদী ভাঙ্গন রোধ হয়নি। জমিজমা ঘরবাড়ি হারিয়ে এখন এখন নিঃস্ব। অন্যের জমি ভাড়া নিয়ে কোনমতে বসবাস করছি। গত ২ জুন উপজেলা খাষপুখুরিয়া থেকে বাঘুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ অবদি নদীতীর রক্ষায় প্রায় ৫০ কোটি টাকার জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের উদ্বোধন করেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামিম। উদ্বোধনের কয়েক দিনের মধ্যেই জিও ব্যাগ ডাম্পিং কাজ বন্ধ করে দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। জিও ব্যাগ ডাম্পিং কাজ বন্ধ করায় করায় বিক্ষুব্ধ এলাকাবাসী নদী পাড়ে বিক্ষোভ মিছিল করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকার জানান, গত কয়েক দিন ধরে পানি বৃদ্ধির ফলে কয়েকটি এলাকায় ভাঙ্গনের তীব্রতা বেড়েছে। ভাঙ্গন রোধে প্রায় ৫০ কোটি টাকার জিও ব্যাগ ডাম্পিং কজের উদ্বোধন হলেও উপজেলা প্রশাসন ও ঠিকাদারের মধ্যে জটিলতা থাকায় কাজ বন্ধ আছে। দ্রুত ডাম্পিং কাজ শুরু হলে এসব এলাকার বাকি অংশটুকু রক্ষা হবে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, উজানের ঢল ও ভারী বৃষ্টির কারণে কয়েকদিন ধরেই যমুনার পানি বাড়ছে। চৌহালীর প্রায় ২ কিলোমিটার এলাকায় নদী ভাঙ্গন আছে। নদী ভাঙ্গন রোধে ইতিমধ্যে কাজ শুরু করেছি। আশা করছি দ্রুত নদী ভাঙ্গন রোধ হবে।