সিরাজগঞ্জ

বর্ণিল আয়োজনে চলনবিলের আলোর ৮ম বর্ষপূর্তী উদযাপন

শুভ কুমার ঘোষঃ

বৃহত্তর চলনবিলের ঐতিহ্যবাহী পাবনা জেলার হান্ডিয়াল থেকে একমাত্র ও প্রথম প্রকাশিত সাপ্তাহিক চলনবিলের আলো’র গৌরবময় প্রকাশনার ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। দেশ,মাটি ও মানুষের কল্যাণের কথা বলে এই শ্লোগান নিয়ে প্রকাশিত সাপ্তাহিক চলনবিলের আলো ও দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এর শুভ জন্মদিন গতকাল বিকাল ৩ ঘটিকায় প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর পরিবেশে পালিত হলো। পত্রিকার সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম রনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর জনাব আবুল কালাম আজাদ, হান্ডিয়াল ইউনিয়ন চেয়ারম্যান জনাব কে এম জাকির হোসেন, দৈনিক আমাদে বড়াল সংবাদপত্রের সম্পাদক জনাব হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক রাজু, সাপ্তাহিক গুরুদাসপুর বার্তার সম্পাদক প্রভাষক সাজিদুর রহমান, অনলাইন নিউজ পোর্টাল স্বাধীন খবর সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হান্ডিয়াল শাখার ব্যাবস্থাপক জনাব জাহাঙ্গীর আলম, চলনবিল সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব নুরুজ্জামান সবুজ, বাঘলবাড়ি কৈ দাখিল মাদ্রাসার সুপার জনাব আব্দুস সালাম আজাদী, সলংগা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম, সিরাজগঞ্জ রোড় প্রেসক্লাব সাবেক সভাপতি জনাব তরিকুল ইসলাম, চলনবিলের আলো’র নির্বাহী সম্পাদক রায়হান আলী, সহযোগী সম্পাদক সোহেল রানা জয়, বার্তা সম্পাদক মাহমুদ আলী বাবু, সহ-বার্তা সম্পাদক সিরাজুল ইসলাম আপন, হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাইদুর রহমান, সাংবাদিক এসএম শিমুল প্রমূখ। এছাড়াও উক্ত পত্রিকার প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন হান্ডিয়াল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী।

চট্টগ্রাম, নাটোর, সাভার, নাগরপুর সহ সারাদেশের অনেক জেলাতেই পত্রিকার ৮ম বর্ষপূর্তি ও নবম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা, গুনী জন সম্মাননা, মিলন মেলা সহ বর্ণিল নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়।