বন্যা পরিস্থিতির অবনতি, সরিষাবাড়ীতে রেলসহ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধি ঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। রেল সহ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিন দিনের ব্যাবধানে সরিষাবাড়ী পৌর এলাকা সহ সবকটি ইউনিয়নের প্রায় দেড় শতাধিক গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে।এলাকার লক্ষাধিক লোক পানি বন্দি হয়ে মানবেতর জিবন যাপন করছে। এ সব এলাকার ৫৫ টি প্রথমিক বিদ্যালয় ও ২২টি স্কুল কলেজ, মাদ্রাসার পাঠদান বন্ধ করে দেয়া হয়েছে।
সরেজমিনে জানা গেছে গত দুই দিন বৃষ্টি না হলেও উজান থেকে আসা পাহাড়ী ডলে যমুনা-ঝিনাইও সূবর্ণখালী নদী সহ খাল-বিলের পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে মূহুর্তের মধ্যে নতুন করে এলাকা প্লাবিত হচ্ছে। পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ধসঢ়;্র পানি প্রবেশ করায় স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। স্থানান্তর করা হয়েছে জরুরী বিভাগ।হাসপাতালের কর্মরত ১৬ কর্ম কর্তা-কর্মচারীরা দূর্ভোগে পড়েছে। প্রায় ৪ হাজার ধারন ক্ষমতা সম্পন্ন সরিষাবাড়ী খাদ্য গুদাম পানিতে নিমজ্জিত হয়েছে। রেল ষ্ট্রেশন,আলহাজ,এ.আর,এ পপুলার,কে এইচ বি জুট মিল পৌর এলাকার সর্বত্রই বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। সরিষাবাড়ী বাস ষ্ট্যান্ড সহ বিভিন্ন স্থানে সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সরিষাবাড়ীর সাথে জেলা সহ সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রেল লাইনের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার গতকাল বৃহস্পতিবার চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ৩৭ নং আপ মেইল ট্রেনটি সকাল ৯-১৫ মিনিটি ছেড়ে যাওয়ার পর থেকেই অনিদিষ্ট কালের জন্য রেল চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে বলে কর্তব্যরত ষ্ট্রেশন মাষ্টার আব্দুর রাজ্জাক নিশ্চিত করেন। অপর দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী মাঝিপাড়া এলাকায় বেড়ীবাধ এবং আওনা ইউনিয়নে কুমারপাড়া বেড়ী বাধ ভেঙ্গে গেছে।
পোগলদিঘা ইউনিয়নের মানিক পটল গ্রামের পাকা রাস্তা ও ৩০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ব্রীজ ভেঙ্গে যাওয়ায় নতুন করে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং পার্শ্ববর্তী থানা কাজিপুর উপজেলার ২টি ইউনিয়নের সাথেযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।যমুনা নদীর পাড় ঘেষে তারাকান্দি- ভূয়াপুর সড়ক ও দিগপাইত-তারাকান্দি সড়কের ঝালুপাড়া এলাকায় কয়েকটি স্থানে লিকেজ দেখা দেয়ায় সড়কটি ঝুকিপূর্ন ঘোষনা করে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ইতিমধ্যে বানভাসীদের সাহায্যার্থে ২৮৪ প্যাকেট শুকনো খাবার বিতরন করা হয়েছে। ১’শ মেঃ টন চাল বরাদ্ধ পেয়ে ইউনিয়ন পর্যায়ে বন্টন করে দেয়া হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর জানিয়েছেন।