বন্যার্ত মানুুষের মাঝে রূপালী ব্যাংকের ত্রাণ বিতরণ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে রুপালী ব্যাংক বন্যার্ত অসহায় মানুষের মধ্যে ঈদ উপলক্ষে ভ্রাণ সামগ্রী বিতরণ করেছে। শনিবার (১০ আগস্ট) রূপালী ব্যাংকের উদ্যোগে ২০০ জন বন্যার্তদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান, বারুহাস ইউপি চেয়ারম্যান মো: মুক্তার হোসেন, মাগুরা বিনোদ ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল, নওগাঁ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস, রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যলয়ের প্রিন্সিপাল অফিসার আমিনুল ইসলাম বুলবুল, প্রিন্সিপাল অফিসার (ব্যবস্থাপক) মো: জাহাঙ্গীর আলম, পাবনা জোনাল অফিসের সহকারী মহা ব্যবস্থাপক মোহাম্মদ জাহিদুর রহমান, সহকারী মহা ব্যবস্থাপক মো: মতিউর রহমান প্রমূখ।