সারাদেশ

বন্ধুর প্রেমিকাকে চিঠি দিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার

আবির হোসাইন শাহিন :

ছেলেধরা যেন থামছেইনা কোনো মতে প্রতিদিনই ঘটছে নিত্য নতুন ঘটনা। একদিকে আতংক অনুদিকে গুজব।বন্ধুর মন রাখতে গিয়ে প্রেমিকাকে মোবাইল ফোন ও প্রেমপত্র দিতে গিয়েছিলেন বসন্ত শব্দকর (২৪) নামের এক যুবক। এসময় তাঁকে ছেলেধরা স‌ন্দে‌হে গণ‌পিটু‌নি দি‌য়ে মারাত্মক আহত ক‌রে স্থানীয়রা।খবর পে‌য়ে পুলিশ গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। র‌োববার সন্ধ্যা সা‌ড়ে ৮টার দি‌কে মৌলভীবাজারের কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের খাতাইরপার গ্রামে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, কমলগঞ্জ পৌরশহরের নরেন্দ্রপুর এলাকার হবিব মিয়ার সাথে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের খাতাইরপার গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণীর সাথে যোগাযোগ রাখার জন্য একটি মোবাইল ফোন ও প্রেমের চিঠি পৌঁছে দিতে হবিব তাঁর বন্ধু একই এলাকার নরেন্দ্র শব্দকরের ছেলে বসন্ত শব্দকরের সহযোগিতা চায়। বসন্ত শব্দকর বন্ধুর মন রাখতে ও প্রেমে সহায়তা করার জন্য রোববার সন্ধ্যার দিকে হবিবের দেয়া মোবাইল ফোন ও চিঠি নিয়ে ওই তরুণীর বাড়ি হাজীপুরের খাতাইরপারে যায়। এ সময় স্থানীয় লোকজন বসন্ত শব্দকরকে ছেলেধরা হিসেবে সন্দেহ করে গণ‌পিটু‌নি দেয়। পরে স্থানীয় বাজারের কয়েকজন ব্যবসায়ী ও যুবকরা উত্তেজিত জনতার হাত থেকে বসন্তকে রক্ষা করে একটি দোকানে নিয়ে আটকে রাখেন ও কুলাউড়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে আটককৃত বসন্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায় । এ বিষয়ে কুলাউড়া থানার এস আই কানাই লাল চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,জিজ্ঞাসাবা‌দে বসন্ত জানান তাঁর বন্ধু হবিবের মন রাখতে তার প্রেমিকাকে মোবাইল ফোন ও চিঠি দিতে খাতাইরপারব গ্রামে এসেছিলেন। এসময় ছেলেধরা সন্দেহে স্থানীয় কয়েকজন লোক তাকে মারধর করে। তিনি বলেন এরপরেও বসন্ত সম্পর্কে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।