সিরাজগঞ্জ

বন্দুকযুদ্ধে কথিত মাদক ব্যবসায়ী নিহত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিরাজ উদ্দিন (৩৫) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তি নাটোরের বড়াইগ্রাম উপজেলার বালিয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে সিরাজুল ইসলাম (৩৪)। তাঁর বিরুদ্ধে নাটোরের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে বলে দাবি র‍্যাবের।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাবের একটি টহল দল রোববার দিনগত রাতে জেলার বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা টহল শেষে টহল টিম নাটোর ফিরছিলেন। পথে কাটাশকোল ইক্ষু সেন্টার এলাকায় পৌঁছলে তারা কিছু লোকের আনাগোনা দেখতে পান।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিন-চারজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাবের টহল দল আত্মসমর্পণের নির্দেশ দেয়। এ সময় তাঁরা গুলি করে পালানোর চেষ্টা করলে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মিনিট পাঁচেক গুলিবিনিময়ের পর একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দলের অপর সদস্যরা পালিয়ে যান। আহত ব্যক্তিকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি বিদেশি পিস্তল, এক রাউন্ড পিস্তলের তাজা গুলি, পিস্তলের গুলির একটি খালি খোসা, একটি ম্যাগাজিন, ৫৩০ পিস ইয়াবা, নগদ ৩২০৫ টাকা, একটি চার্জার টর্চ লাইট, ছয়টি পুরানো স্যান্ডেল, একটি মোবাইল ফোন, দুইটি সিম কার্ড উদ্ধার করা হয়।

বিবৃতিতে জানানো হয়, এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।