কাজিপুর

বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু-কাজিপুরে

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ২৯ এপ্রিল রোববার সকালে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে’ উপজেলার তেকানী ইউনিয়নের ডিগ্রি তেকানীর চরে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ডিগ্রি তেকানী গ্রামের শামছুল মণ্ডল (৫৫) ও তার ছেলে আরমান (১৪)।

কাজিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. হারুন অর রশিদ জানান, রোববার সকালে ছেলেকে নিয়ে চরে বাদাম তুলছিলেন শামছুল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে দু’জনই ঝলসে যান। এ অবস্থায় তাদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে উভয়েই মারা যান।