বজ্রপাতে নিহত ১,সিরাজগঞ্জে
সিরাজগঞ্জে ২৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর গ্রামে বজ্রপাতে হাবিবুর রহমান হাবিব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। । হাবিবুর ওই গ্রামের আজিজুল হকের ছেলে।
সয়দাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবীদুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, বিকেলে বৃষ্টির মধ্যে যমুনার চরে গরুর জন্য ঘাস আনতে যান হাবিবুর। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।