বজ্রপাতে কৃষকের মৃত্যু-কামারখন্দে
২৯ এপ্রিল রোববার স্থানীয়রা জানান- সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশেই নিজের ক্ষেতের ধান কাটছিলেন কাদের। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পেস্তক কুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কাদের ওই গ্রামের মৃত আহের মণ্ডলের ছেলে।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানজিলা বেগম এতথ্য নিশ্চিত করেছেন।