বঙ্গবন্ধু সেতু পশ্চিমে বাসের ধাক্কায় ৬ পুলিশ সদস্য আহত
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে পুলিশের টহলরত একটি পিকাপ ভ্যানে একটি বাস পেছন থেকে ধাক্কা দেওয়ায় এসআ ইআব্দুল আউয়াল, নায়েব মিজানুর রহমান, চালক শহিদুল, শরিফুল ইসলাম, মোঃ হাবিব ও মোঃ আকাশ গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়।
কড্ডা হাইওয়ে ট্রাফিক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বেলায়েত হোসেন জানান, বুধবার ভোররাতে জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ থানার কোনাবাড়ি এলাকায় উত্তরবঙ্গ হইতে ঢাকাগামী হানিফের একটি যাত্রীবাহী বাস পুলিশের টহলরত একটি পিকাপ ভ্যানে ধাক্কা দিলে পিকাপটি ছিটকে রাস্তার পাশে গাছের সাথে লাগে।চালকহস ৬ জন পুলিশ সদস্য গুরুত্বর আহত হয়েছেন,এ ঘটনায় বাসের কোন যাত্রী হতাহত হয়নি।
তিনি আরো জানান, খবর পেয়ে বঙ্গবন্ধু সেতু থানা ও কড্ডা হাইওয়ে ট্রাফিক পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে নায়েব মিজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ভোররাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।