বঙ্গবন্ধু সেতুর ওপর পিকআপ উল্টে নিহত ১
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ওপর পিকআপ উল্টে হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই পিকআপের চালক।শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রাপ্তে এ দুর্ঘটনা ঘটে। এতে সেতুর দুই প্রান্তে শত শত গাড়ি আটকা পড়ে।
পরে দুর্ঘটনা কবলিত পিকআপটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।নিহত হেলপার বাপ্পী (২৬) টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া পূর্বপাড়ার ইয়াসিনের ছেলে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী মাছবাহী একটি পিকআপ বঙ্গবন্ধু সেতুর ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার নিহত ও চালক আহত হয়। পরে আহত চালককে উদ্ধার করে টাঙ্গইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সময় সেতুর দু’প্রান্তে শত শত গাড়ি আটকা পড়ে। পরে দুর্ঘটনা কবলিত
পিকআপটি রেকার দিয়ে সরিয়ে নিলে আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।