বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার সিরাজগঞ্জে ৩ কৃতি সন্তানদের মানবিক সংগঠন সুখ পাখি থেকে উষ্ণ সংবর্ধনা প্রদান ।
নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী আত্মমানবতার সংগঠন সুখ পাখি কর্তৃক সিরাজগঞ্জ জেলা থেকে ৩ জন কৃতি সন্তান কৃষিতে বিশেষ অবদান রাখায় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক ১৪২৬ এ ভূষিত হওয়ায় উষ্ণ এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত শনিবার (১৫ অক্টোবর) সন্ধায় সিরাজগঞ্জ শহরের রিচডাইন রেস্টুরেন্টে সুখ পাখি সিরাজগঞ্জের বাস্তবায়নে ও আয়োজনে সফল যারা কোথায় তারা সিরাজগঞ্জ জেলার কৃতি সন্তানদের নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান সুখ পাখির প্রতিষ্ঠাতা পরিচালক সভাপতি শেখ রজব আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি বলেন , ভালো কাজে সব সময় সকলের অংশীদায়িত্ব প্রয়োজন তাই সরকার কৃষিক্ষেএে ব্যাপক উন্নয়ন গঠিয়েছে এবং ভবিষ্যৎতে আরো উন্নয়ন ঘটবে। কৃষি ক্ষেএে যারা বিশেষ অবদান রেখেছে তারা সমাজের কিছু না কিছু ভালো কাজ ও মেধার মাধ্যমে আজ সুন্দরতম দৃষ্টি স্থাপন করেছেন এই কৃষিতে ৩ উজ্জ্বল নক্ষত্র সিরাজগঞ্জ তথা সারা বাংলাদেশের গর্ভ। তিনি আরো বলেন, আজকে সুখ পাখি এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমি সুখ পাখির সাথে সম্পৃক্ত সকলকে আমার ব্যাক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জান্নাছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সাবেক সাধারন সম্পাদক ব্যাংকার্স ফোরাম ও ম্যানেজার, এক্সিম ব্যাংক এম. এম কামরুল হাসান ( পি আর. এস) , বেসরকারি যমুনা টেলিভিশন জেলা প্রতিনিধিন স্কাউটার গোলাম মোস্তফা রুবেল, প্রমূখ, এছাড়া আরো উপস্থিত ছিলেন ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ সাহা, সেবা মুক্ত রোভার ও স্কাউট দলের আর,এস,এল মোঃ আসলাম হোসেন, সুখ পাখি সদস্য প্রতিষ্ঠাতা সহ-সভাপতি রাসেল রহমান ও হারুন অর রশিদ সাইফুল সহ দৈনিক যমুনা প্রবাহের স্টাফ রিপোর্টার মোঃ হোসেন আলী (ছোট্ট) প্রমুখ,
সিরাজগঞ্জে কৃষিবিদ মোঃ রোস্তম আলীকে ও
বিরল ও বিপন্ন প্রজাতি গাছের বাগান করে কৃষি তে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মাহবুব ইসলাম (পলাশ) কে এবং কৃষিতে মোঃ সহিদুল ইসলামকে ক্রেষ্ট ফুলেল ও সম্মাননা প্রদান করা হয়। এবং একই সংগে সংগঠনের পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন তথ্য চিত্র উপস্থাপন নিয়মিত ধারাবাহিক অনুষ্ঠান সকালের বাংলাদেশ ও বেসরকারী যমুনা টেলিভিশন সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ গোলাম মোস্তফা( রুবেল) কে সন্মাননা প্রদান করা হয়।
উল্লেখ: – গত (১২ অক্টোবর) ২০২২ রোজ বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্তী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ব্রোন্জ পদক প্রদান করেন। অনুষ্ঠানে কৃষির বিভিন্নখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত ব্যক্তি ও সংস্থার মধ্যে তিনটি স্বর্ণপদক, ২৫টি ব্রোঞ্জ পদক এবং ১৬টি রৌপ্য পদক প্রদান করা হয়।