বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি আনুগত্য ও দেশ প্রেমের অন্যান্য দৃষ্টান্ত জাতীয় চার নেতার আত্মত্যাগ
নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর পৌপুত্র সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ ও স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি আনুগত্য ও দেশ প্রেমের অন্যান্য দৃষ্টান্ত জাতীয় চার নেতার আত্মত্যাগ। ৩ নভেম্বর জেলহত্যা দিবস ও জাতীয় চার নেতা স্মরণে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে একথা বলেন। এসময় তিনি জাতীয় চার নেতার রাজনৈতিক আদর্শ অনুসরণে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুলতানা হক, যুবলীগ সাধারণ সম্পাদক আলী আসলাম, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ প্রমূখ। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন কাজিপুরস্থ স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং উপজেলা প্রশাসন পৃথক কর্মসূচি পালন করে।