বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা গ্রন্থের উপর পরীক্ষা দিলেন নেতাকর্মীরা
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
শনিবার উল্লাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা দু’টি গ্রন্থের উপর লিখিত পরীক্ষা দিলেন উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও কৃষকলীগের নেতাকর্মীরা। মোট ৭৫ নম্বরের মধ্যে পরীক্ষার্থীদের ৫টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রতিটি প্রশ্নের মান ছিল ১৫।
পরীক্ষার সময় ছিল দেড় ঘন্টা। উল্লাপাড়া পৌরশহরে অবস্থিত এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ব্যতিক্রম ধর্মী বিশেষ পরীক্ষার আয়োজক উল্লাপাড়া আসনের সংসদ সদস্য তানভীর ইমাম গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন, বর্তমান প্রজন্মসহ নেতাকর্মীদের বঙ্গবন্ধুর বণার্ঢ্য সংগ্রামী জীবন, বহুমুখী কর্ম, অন্যান্য অবদান ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানার জন্য উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম এই বিশেষ পরীক্ষা গ্রহণের আয়োজন করেন। গতকাল (শুক্রবার) উল্লাপাড়ার ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ একই পরীক্ষা দিয়েছেন।
পরীক্ষা শুরু হওয়ার পর সংসদ সদস্য তানভীর ইমাম পরীক্ষার হল পরিদর্শন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নাহার আলো, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. মারুফ বিন হাবিব, অধ্যাপক ইদ্রিস আলী সহ উপজেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন ।