জাতীয়

বগুড়া শেরপুরে কোচের চাপায় ট্রলি চালক নিহত,আহত ১

বগুড়া প্রতিনিধি :

ঢাকা-বগুড়া মহা সড়কে শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকায় শুক্রবার বিকাল ৩ টায় কোচের চাপায় দুলাল হোসেন (২৫) নামের এক ট্রলি চালক নিহত হয়েছে। এ সময় ট্রলির সহকর্মী আলামিন (২৩) আহত হয়। নিহত দুলাল জেলার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে বলে জানা গেছে। প্রত্যদর্শীরা জানান, নয়মাইল থেকে ইট বোঝাই একটি ট্রলি শেরপুরে আসার পথে গাড়ীদহ এলাকায় একটি পাম্পের সামনে শুক্রবার ০৪-০১-১৯ বেলা ৩ টার দিকে ঢাকাগামী এনা পরিবহনের একটি এসি কোচ (ঢাকা মেট্রো ব-১৪-৭২৭৩) পিছন থেকে ধাক্কা দিলে ট্রলি চালক দুলাল গুরুতর আহত হয়। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় তাকে এ্যাম্বুলেন্স যোগে বগুড়া শহীদ মেডিকেল হাসপাতালে নেবার সময় পথেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে কুন্দারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, এ ঘটনায় কোচটি আটক করা হয়েছে।