তাড়াশে বউ-ঝি এসেছে বউ মেলায়
হাদিউল হৃদয়, তাড়াশ
সিরাজগঞ্জের তাড়াশে শত শত বছরের পুরনো প্রতিবছরের ন্যায় বৈশাখের শেষ রবিবার উপজেলার তালম ইউনিয়নের গোন্তা সিনিয়র আলীম মাদ্ধসঢ়;রাসার মাঠে বসছে বৈশাখি মেলা। দুইদিনব্যাপী এই মেলা আয়োজন করা হয়ে থাকে।
শুধু নারীদের কেনাকাটার জন্য সোমবার সকালে এ মেলা বসে। এই মেলা থেকে নারীরা প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারে বলে এই মেলাকে বউমেলা বলে। আগের দিন অনুষ্ঠিত মেলা এবং আজকের বউ মেলাকে ঘিরে গোটা এলাকায় এখনও চলছে উৎসবের আমেজ।
আজকের মেলার প্রধান ও মূল আকর্ষণ হলো নারী। নারীদের কেনাকাটার জন্য বউ মেলায় আশেপাশের ৭ গ্রামের বিভিন্ন বয়সের নারীরা ও বিভিন্ন স্থানের অতিথিরা মেলা প্রাঙ্গণে কেনাকাটা করেন।ঈদ বা অন্য কোন উৎসবে মেয়ে-জামাই, নাতি-নাতনিদের নিমন্ত্রণ করা হলেও এই মেলায় তাদের বিশেষ নিমন্ত্রণ করার রীতি পালন চলছে শত শত বছর ধরে। এলাকার প্রতিটি বাড়িতে তাই এখন মেহমানে ভরা। মেলাটি দুইদিনের আয়োজন হলেও সব মিলিয়ে উৎসবের রেশ চলে পুরো এক সপ্তাহ ধরে। উৎসব আমেজের কোন কমতি থাকে না এই মেলাতে। মেলা প্রাঙ্গণে ছিল কাঠের ফার্নিচার, তৈজসপত্র, বিভিন্ন ধরনের আসবাবপত্র, কৃষি সামগ্রী ও খাদ্যদ্রব্য ইত্যাদি। মেলায় শিশুদের জন্য ছিল নাগরদোলা, কাঠ-বাঁশ ও মাটির তৈরি খেলনা পুতুল এবং বেলুনসহ বৈচিত্র্যময় পণ্যের সম্ভার। মেলায় কেনাকাটা করছে ১৪ বছর বয়সী এক তরুণী তার সাথে কথা হলে তিনি বলেন আমার নানার বাড়ি পাড়িল গ্রামে, বুদ্ধি হওয়ার পর থেকে এই মেলায় আসছি। আমার জন্য চুরি, ফিতা, পাউডার আর ছোট ভাইয়ের জন্য একটা বল কিনেছি। মেলায় ৪২ বছর বয়সী নারী এসেছেন তার মেয়ে ও নাতনিকে নিয়ে। এই তিন প্রজন্মের আগমন ঘটছে বিগত দুই বছর। তিনি আজ থেকে ২৫ বছর ধরে এই মেলা দেখছেন।মেলা আয়োজকরা বলেন, সুষ্ঠুভাবে প্রতিবছর এ মেলা সম্পন্ন হচ্ছে। এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে গতকাল মেলা শেষ হয়েছে। বউমেলাতে কোন অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই। এলাকাবাসী, সাংবাদিক ভাইদের এবং পুলিশ প্রশাসনের পক্ষে সব ধরনের সহযোগিতা পাচ্ছি। আশা করছি ভালোভাবেই আয়োজন সমাপ্ত হবে। তবে শত শত বছরের মেলায় এই প্রথম কোন প্রকার জুয়া এবং ভ্যারাইটি শো চলে নাই।