বই ও গাছ উপহার দেওয়া মাহমুদুল পাচ্ছেন লাখ টাকা পুরস্কার
আবির হোসাইন শাহিন :
পঞ্চগড়ের তেঁতুলিয়ার আজিজনগর গ্রামে মাহামুদুল এর বাড়ি।সমাজকর্মী হিসেবে এবার তাঁর স্বপ্ন পুরণে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ ঘোষণা দেন। নিজের টাকায় গাছ কিনে পৃথিবীর প্রতি একরকম সুবার্তা ছড়িয়ে দিচ্ছেন বলে মনে করেন তিনি। তাই কখনো নিজের পালিত হাঁস, মুরগীর ডিম, নিজের চাষের সবজি বিক্রি করে গাছ আর বই কিনে বিলি করেন তিনি। তার আরেকটি নতুন উদ্যোগ সন্ধ্যা রাতের পাঠশালা। সরকারি স্কুলে পড়ুয়া মধ্যবিত্ত, গরীব ছেলে-মেয়েরা মামুনের কাছে পড়া শিখে এক রকম বিনামূল্যে। গাছের চাহিদা বেড়ে যাওয়ায় মামুন মধ্যবিত্ত বাচ্চাদের কাছ থেকে মাসে ৫০ টাকা করে নেয়। মামুন গাছ উপহার দেন শিশু, বৃদ্ধসহ সবাইকে। তার আজিজনগর গ্রামসহ পার্শ্ববর্তী ১০ গ্রামে মামুনের লাগানো হাজার হাজার গাছ রয়েছে। মামুন গাছ লাগিয়েছেন ঢাকা শহরেও। এছাড়া রংপুর, ঠাকুরগাঁও ছাড়াও যখন যে শহরে যান সে শহরেই গাছ লাগানো, বই নিয়ে কথা বলেন। দীর্ঘ ৭ বছর ধরে এ কাজ করছেন মামুন। নানা বিশ্ববিদ্যালয়ে ভিসিদের কাছে গিয়েও মামুন সাহিত্য পাঠ আবশ্যক করার অনুরোধ করেন।
রংপুরের কারমাইকেল কলেজে পড়ার সময় থেকে নিজের টাকায় গাছ ও বই কিনে গ্রামের লোকজনের মধ্যে বিলানো শুরু করেন তিনি। ২০১৬ সালে স্নাতকোত্তর শেষ করার পর এ কাজ ছড়িয়ে দেন তিনি কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রীধারী মামুন। বাবা আজহারুল ইসলাম পঞ্চগড় চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মচারী। মা মাহমুদা বেগম গৃহিনী। দুই ভাইয়ের মধ্যে মামুন ছোট। ২০১৪ সালে অমর একুশে বই মেলায় জননী প্রকাশনী থেকে তার লেখা ‘লাল ফিতায় অমিয়’ নামে একটি উপন্যাস প্রকাশিত হয় মাহামুদুলের। এদিন আলোচনা শেষে প্রতিমন্ত্রী মাহমুদুল ইসলামকে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সাংসদ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মো. নুরুজ্জামান, জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) আবু সালেহ মো. মাহফুজুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ প্রমুখ।