বইমেলার উদ্বোধন- আয়োজনে সিরাজগঞ্জ সরকারি কলেজ
“বই পড়ি, স্বদেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে মহান একুশে ও আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শনিবার সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে পাঁচদিন ব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম মনোয়ার হোসেন।এই মেলা চলবে কলেজ প্রাঙ্গণে ২১ ফেব্র“য়ারী পর্যন্ত।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন অধ্যক্ষ এসএম মনোয়ার হোসেন।
এসময় সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি টিএম সোহেল, জেলা মূদ্রণ ও পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি ইকবাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মেলায় ২৫টি ষ্টল স্থাপন করা করেছে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে প্রতিদিন সন্ধ্যায় ।