ফোন পেয়েই খাবার নিয়ে ছুটে গেলেন ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার
মোঃ ইমরান হোসেন (আপন):
প্রাণঘাতী করোনাভাইরাসে অসহায়-দুস্থদের ঘরে খাবার পৌঁছে দেয়ার নিশ্চয়তা দিয়েছিলেন সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার। তিনি উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়ন তার নির্বাচনী এলাকায় দুটি মোবাইল নম্বর দিয়েছিলেন ত্রাণ পেতে যোগাযোগ করার জন্য। ইউনিয়নের সকলকে ওই দুটি নাম্বার জানিয়েও দেয়া হয়। ওই নম্বরে ফোন দিয়েছিলেন উল্লাপাড়া উপজেলা পূর্নিমাগাঁতী ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকার বাঙালা ইউনিয়নের বাসিন্দা বয়নগর গ্রামের সিরাজুল ইসলাম। বুধবার (৮ এপ্রিল) ফোন পেয়ে ত্রাণ নিয়ে বয়নগর গ্রামের সেই সিরাজুল ইসলামের বাড়িতে পৌঁছে যান সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার। সেখানে গিয়ে তিনি সিরাজুল ইসলামের হাতে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন। একই সাথে চেয়ারম্যান তাকে এ নির্দেশনা দেন যেন করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে অবস্থান করেন। কেবল সিরাজুল ইসলামই নন বেশ কিছুুুুদিন যাবৎ ইউনিয়নের বেশ কয়েকটি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার।
এ প্রসঙ্গে আল-আমিন সরকার বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে তার নির্বাচনী এলাকার সকল মানুষকে ঘরে অবস্থান নিয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। এলাকাবাসীকে ইতোমধ্যেই এ ভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, মাক্স পৌঁছে দেয়া হয়েছে। একই সাথে বলা হয়েছে যারা খেতে পারে না, অসহায় তারা ফোনে অবহিত করলেই ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। এরই প্রেক্ষিতে তিনি দুস্থদের ঘরে খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন। আল-আমিন সরকার বলেন, তার নির্বাচনী এলাকা পূর্নিমাগাঁতী ইউনিয়নে যারা অসহায় রয়েছেন তারা ফোন করলেই ঘরে বসে খাবার পেয়ে যাবেন।