ফেন্ডস ফাউন্ডেশন ফর হিউম্যানিটির সহায়তায় দৃস্টি ফিরে পেল ছোট্ট শিশু তৌসিন
চৌহালী প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার হাপানিয়া গ্রামের বই বাধাই শ্রমিক মো. আব্দুল মতিন ও গৃহিনী তাসলিমা বেগমের ঘর আলো করে জন্ম নেয় ফুটফুটে এক ছেলে সন্তান মোঃ তৌসিন। তৌসিনের বয়স মাত্র ৮ মাস।
সম্প্রতি শিশু তৌসিনের বাম চোখে সমস্যা দেখে তার দরিদ্র বাবা-মা অনেক কষ্ঠে কিছু টাকা যোগার করে টাংগাইলের দুটি চক্ষু হাসপাতালে নিয়ে যান। উভয় হাসপাতাল হতে বাম চোখের কর্নিয়ার সমস্যার কথা উল্লেখ করে ইস্পাহানি আই হসপিটাল, ফার্মগেট ঢাকায় রেফার করে। কিন্তু করোনায় চাকুরী হারানো বেকার দরিদ্র বাবার পক্ষে ঢাকায় নিয়ে চিকিৎসা করা সম্ভব না হওয়ায় তারা চৌহালীর সম্ভুদিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ২০০৪ ব্যাচের ছাত্রদের সংগঠন ফ্রেন্ডস ফাউন্ডেশন ফর হিউম্যানিটি’র কাছে সাহায্যের আবেদন জানায়। ফাউন্ডেশন তাদের আবেদনে সাড়া দিয়ে প্রয়োজনীয় অর্থ দিয়ে বাচ্চাটাকে ইস্পাহানি হাসপাতালে প্রেরণ করে। ইস্পাহানি হসপিটালের ডাক্তার গন চোখের সানি ও রেটিনার সমস্যা ডায়াগনোসিস করে সানি অপারেশন এবং পরবর্তীতে অবজারভেশনে রাখার পরামর্শ দেয়। পরবর্তীতে ফাউন্ডেশন বাচ্চাটিকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হসপিটালে প্রেরন করে। সেখানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা শেষে অপারেশনের সিদ্ধান্ত নেয়। ফাউন্ডেশনের সহায়তায় গত ৬/০৬/২১ তারিখে বাচ্চাটির অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়।
বাচ্চাটির অপারেশনের যাবতীয় ব্যায় বহন করে ফাউন্ডেশনের সম্মানিত ডোনাররা। বর্তমানে বাচ্চাটি সুস্থ্য আছে। এ ব্যাপারে জানতে চাইলে তৌসিনে চাচা মোঃ আব্দুল্লাহ বলেন- দুঃসময়ে পাশে দাড়ানোর জন্য সংগঠনের সবাইকে ধন্যবাদ এরকম মানবিক কাজে যেন তারা সব সময় থাকে । উল্লেখ্য যে ২০১৯ সালে প্রতিষ্ঠার পর হতে ফাউন্ডেশনটি চৌহালী উপজেলার অসহায় দরিদ্র মানুষদের চিকিৎসা সহায়তা, শীত বস্ত্র বিতরন, বিভিন্ন মসজিদ ও মাদরাসায় টিউবয়েল স্থাপন সহ সমিজিক কাজ করে যাচ্ছে। সমাজের বিত্তবানরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলে ফাউন্ডেশনটি আরো বৃহৎ আংগিকে সহায়তা কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলে মনে করেন ফাউন্ডেশনের সভাপতি- মোঃ আব্দুর রহিম।