ফেনসিডিলসহ ২ বিক্রেতা আটক – সিরাজগঞ্জে
সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লা থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটকরা হলেন- রাজশাহী জেলার পুঠিয়া থানার বিরালদহ বাজার গ্রামের মফিজুল ইসলাম টুলুর ছেলে এহতেশাম তানভীর (২৩) ও একই থানার মাইপাড়া বাজারের সহিজ উদ্দিনের ছেলে রিপন (২৪)।
১৩ ফেব্রুয়ারি(মঙ্গলবার) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজহারুল ইসলাম।
তিনি জানান, ভোরে মাহমুদপুর ওপেল গার্ডেন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।