জাতীয়

ফেনসিডিলসহ গুলিবিদ্ধ লাশ পেয়েছে পুলিশ

আজ বৃহস্পতিবার সাতক্ষীরায় সকাল সাড়ে ছয়টার দিকে পুলিশ একটি লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমুলিয়া ইউনিয়নের চৌবাড়িয়া থেকে পুলিশ এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। তাঁর পরিচয় জানা যায়নি। পুলিশ বলছে, লাশের পাশে একটি থলেতে ৪৮ বোতল ফেনসিডিল ছিল।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানের ভাষ্য, স্থানীয় লোকজনের কাছ থেকে লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। উপপরিদর্শক (এসআই) আলমগীরের বরাত দিয়ে তিনি জানান, লাশের গলায় ও মাথায় দুটি গুলির চিহ্ন রয়েছে। লাশের পাশে একটি রিভলবার ও রাইফেলের একটি গুলি ছাড়াও বন্দুকের চারটি গুলির খোসা পড়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, গতকাল বুধবার মধ্যরাতের দিকে এই ব্যক্তিকে হত্যা করা হয়।

ভাড়াশিমুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ড সদস্য পিয়ার আলী জানান, প্রাথমিকভাবে তাঁর মনে হচ্ছে, ওই ব্যক্তি বাইরের কোনো এলাকার।