ফিলিং ষ্টেশনে চাঁদাবাজি বন্ধ করতে ও চাঁদাবাজদের গ্রেফতার করতে বিক্ষোভ ও সমাবেশ-বাঘাবাড়ীতে
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জে ফিলিং ষ্টেশনে চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজকে গ্রেফতারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা । মঙ্গলবার ( ৫ ফেব্রয়ারি-২০১৯) সকাল ৮ থেকে ১২টা পর্যন্ত বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুরের বাঘাবাড়ি ডিপোর সামনে শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি করেছে। তবে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা চাঁদাবাজীর অভিযোগ অস্বীকার করেছেন। জানা গেছে, গত ২৯ জানুয়ারি হাটিকুমরুল সমববায় ফিলিং ষ্টেশনে হাটিকুমরুল গ্রামের সাইদের পুত্র বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা দাবীকৃত চাঁদা না পেয়ে হামলা ভাংচুর, ম্যানেজার আঃ মালেক ও ইঞ্জিনিয়ার মোক্তার হোসেনকে মারপিট করে গুরুতর আহত করে। এর প্রতিবাদে ও চাঁদাবাজকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত বাঘাবাড়ীতে ট্যাংলরী শ্রমিকরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ করে। এসময় বক্তব্য রাখেন, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক, সাধারন সম্পাদক মুনির হোসেন, কার্যকরি সভাপতি আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজমত মোল্লাসহ প্রমুখ। তবে সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা জানান ফিলিং ষ্টেশনে কোন চাঁদাবাজীর ঘটনা ঘটেনি। এবং কোন পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি।