সিরাজগঞ্জ

প্রেমের ফাঁদে ধর্ষনের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা -উল্লাপাড়ায়

উল্লাপাড়া প্রতিনিধি :

বুধবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শিমলা মোড়দহ গ্রামে আফসানা খাতুন নামে এক স্কুল ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষনের  অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্বে। পরে ওই স্কুল ছাত্রী অভিমানে বিষ পান করে আত্মহত্যা করেছে। । সে ওই গ্রামের আলতাফ হোসেন তালুকদার মেয়ে ও স্থানীয় বিনায়েকপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী।জানা যায়,আফসানার স্কুল সহপাঠি প্রতিবেশি আমিরুল ইসলাম বারুর ছেলে আরিফুল ইসলামের সাথে প্রায় ৬ মাস আগে প্রেমের সর্স্পক গড়ে ওঠে। সর্স্পকের এক পর্যায়ে  মঙ্গলবার রাতে আফসানাকে আরিফুল তার বাড়িতে ডেকে নেয়। এ সময় তাকে ফুসলিয়ে ঘরে আটকে ধর্ষন করা করা হয় বলে তার বাবা আলতাফ হোসেন অভিযোগ করেন। পরে আফসানা আরিফুলের বাড়ি ছেড়ে যেতে না চাইলে তাকে বেদম মারপিট করে পরিবারের সহযোগীতায় জোড়পূর্বক বাড়ি থেকে বের করে দেয়া হয়।পরে সে বাড়ি ফিরে কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। দ্রুত তাকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এখানে অবস্থার অবনতি হলে তাকে বুধবার সকালে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করা হয়। সেখানে নেয়ার পথিমধ্যেই আফসানা মারা যায়। বুধবার উল্লাপাড়া মডেল থানা পুলিশ আফসানার বাড়ি থেকে তার লাশ উদ্বার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পরীক্ষার জন্য পাঠিয়েছে। এ  ঘটনার পর থেকে ধর্ষক আরিফুলের বাড়ির সবাই পলাতক রয়েছে।