প্রেমিক বিয়ে করায় প্রেমিকার আত্মহত্যা
বাবুল আকতার খান, শাহজাদপুরঃ
শাহজাদপুরে প্রেমিক বিয়ে করায় এক প্রেমিকার আত্মহত্যার খবর পাওয়া গেছে ।
জানা গেছে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামের ইয়াছিন আলীর মেয়ে ইয়াসমিন একই গ্রামের খোয়াজ সরকারের ছেলে অনিকের সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে । এসএসসি’র ছাত্র অনিক গত রবিবার পরিবারের পছন্দমত অন্যত্র বিয়ে করে । এ খবর পেয়ে ইয়াসমিন রবিবার দিবাগত রাতে নিজ ঘরে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন ।
সোমবার শাহজাদপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে । ইয়াসমিন বনগ্রাম হাজী কোরব আলী উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী । ইয়াসমিনের আত্মহত্যার খবর তার স্কুলে সোমবার পৌঁছালে সহপাঠিদের মাঝে শোকের ছায়া নেমে আসে ।