জাতীয়

প্রার্থীতা প্রত্যাহার করায় সরিষাবাড়ীতে ভাইস চেয়ারম্যান হতে যাচ্ছেন আবুল কালাম ও মাহমুদা


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) আবুল কালাম আজাদ ও ভাইস চেয়ারম্যান মহিলা মাহমুদা খাতুন শিখা বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হতে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার বিকেলে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের নিকট ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) ২জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার পত্র জমা দিয়েছেন।প্রার্থীতা প্রত্যাহারকৃতরা হলেন ভাইস চেয়ারম্যান(পুরুষ)উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম,সাধারন সম্পাদক মনিরুল ইসলাম রনি,সাবেক উপজেলা ছাত্র লীগের সভাপতি কে এম সোহেল রানা, যুবলীগের সদস্য বিপ্লব হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলী আক্তার,শাহিদা নাজনিন।এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান বিনা প্রতিদ্বন্দীতায় তিনিও নির্বাচিত হতে যাচ্ছেন বলে সহকারী রির্টানিং অফিসার,উপজেলা পরিষদ নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।