সিরাজগঞ্জ

প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের উপবৃত্তির ডাটা এন্ট্রিতে যে কোন সময় পরামর্শ দিতে প্রস্তুত-রন‌জিৎ কুমার সাহা

 

আশরাফুল ইসলাম জয়, সিরাজগঞ্জঃ

প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সরকার কর্তৃক সকল কার্যক্রম অনলাইন ভি‌ত্তিক শুরু করেছে। কোন প্রশিক্ষণ ছাড়াই অনলাইন ভিত্তিক কার্যক্রমের হিমশিম খাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের অ‌নেক শিক্ষক শিক্ষিকা। তবে সিরাজগঞ্জের অনেক শিক্ষক-শিক্ষিকা অনলাইনে কার্যক্রমে অনেকটাই পারদর্শী।

যদিওবা কেউ অনলাইন কার্যক্রম করতে বাধাগ্রস্ত হয় তাদের প্রশিক্ষণ দি‌তে প্রস্তুত থা‌কেন, সিরাজগঞ্জের ম‌হেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার সাহা। যে কোন অনলাইন ভি‌ত্তিক সকল কার্যক্রমে সহযোগিতা করে থাকেন শিক্ষক‌দের। প্রাথমিক বিদ্যালয় অনলাইন ভিত্তিক নানান কার্যক্রম, অনলাইনে উপবৃত্তি আপডেট, শিক্ষকদের তথ্য হালফিল, বিদ্যালয়ের তথ্য হালফিল, ছাত্র-ছাত্রীদের তথ্য হাল‌ফিল, এখন অনলাইনে। প্রাথমিকভাবে কেউ এই তথ্যগুলো অনলাইনে পূরণ করতে ব্যর্থ হলে স্কুল শে‌ষে, ব্যাচ করে তাদের প্রশিক্ষণ দিয়ে উপযোগী করে তোলে, সিরাজগঞ্জ সদর উপ‌জেলার কাওয়া‌কোলা ইউনিয়নের ম‌হেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার সাহা। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সিরাজগঞ্জের কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। ২৬ মে বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় বিদ্যালয়ের অফিস কক্ষে প্রজেক্টরের মাধ্যমে/মোবাইলের মাধ্যমে নিজ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ সিরাজগঞ্জে কর্মরত আগ্রহী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকাদের হাতে-কলমে অনলাইনে উপবৃত্তির তথ্য হালফিল করতে প্রশিক্ষণ দিয়েছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক রনজিৎ কুমার সাহা বলেন, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক করেছে। তারই প্রেক্ষিতে, প্রাথমিক বিদ্যালয় অনলাইন ভিত্তিক সকল কার্যক্রমে কেহ বিড়ম্বনার শিকার হলে, শিক্ষক শিক্ষিকাদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে/মোবাইলে পরামর্শ দিয়ে তাঁদের উপযোগী করে তুলছি। বর্তমানে তাঁদের প্রশিক্ষণের মাধ্যমে যারা নিজের কাজ নিজে করতে পারছে তাদের এই কাজ দেখে আমি অনেকটাই আত্মতৃপ্তি পাচ্ছি। তিনি আরও বলেন সিরাজগঞ্জ সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়সমূহের অনেক তথ্যই শিক্ষকবৃন্দ মোবাইলের মাধ্যমে প্রয়োজনে জেনে নেন। তিনি তথ্য জানাতে কৃপণতা করেন না। তিনি আরও বলেন চলমান উপবৃত্তির ডাটা এন্ট্রিতে যে কোন সময় যে কোন পরামর্শ দিতে প্রস্তুত।