প্রাইমারি শিক্ষা সমাপনী পরীক্ষায় নওগাঁর সারা জেরিন ৬০০ তে ৬০০ নম্বর পেয়েছে !
সিরাজগঞ্জ নিউজ ২৪.ডেস্ক ঃ
এবারের প্রাইমারি শিক্ষা সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ ৬০০ তে ৬০০ নম্বর পেয়ে দেশসেরা হয়েছে নওগাঁর সারা জেরিন। সে নওগাঁর মহাদেবপুর উপজেলার কলোনি পাড়ার বাসিন্দা। জেরিনের এমন সাফল্যে উচ্ছসিত মহাদেবপুরবাসী। সারা জেরিন মহাদেবপুর উপজেলার মালঞ্চ কিন্ডার গার্টেন থেকে এবার পিইসি পরিক্ষায় অংশ নেয়। পরীক্ষা দেয়ার পর থেকে ভালো ফলের আশা ছিল তার। সবাইকে তাক লাগিয়ে ছয় পরীক্ষার সবগুলোতে ১০০ তে ১০০ নম্বর করে পায় জেরিন। জেরিনের বাবা সারোয়া হোসেন পেশায় একজন সরকারি চাকরিজীবী এবং মা গৃহিনী। দুইভাই বোনের মধ্যে সারা জেরিন সবার ছোট। সারা জেরিন বলে, ‘আমি পরীক্ষা দেয়ার পর আশাবাদী ছিলাম ট্যালেন্ট পুলে বৃত্তি পাবো। বড় হয়ে ডাক্তার হতে চায় আমি।’ নওগাঁ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘সারা জেরিন নওগাঁর গর্ব। সে প্রতিটি বিষয়ে শতভাগ নম্বর পেয়েছে। মফস্বল থেকেও যে ভালো ফল করা যায় তার প্রমাণ সে।