জাতীয়

প্রাইভেট কারের ধাক্কায় নিহত ১

আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে প্রাইভেট কারের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।।

নিহত ব্যক্তির নাম মো. মোস্তফা (৩২)। তিনি বনানীর একটি বেসরকারি কোম্পানির গাড়িচালক ছিলেন। রাজধানীর খিলগাঁও এলাকায় থাকতেন তিনি।

মোস্তফার অফিসের সহকর্মী শাহীন উদ্দিন বলেন, সকালে অফিসে আসার পথে এই দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। তিনি বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, প্রাইভেট কারের ধাক্কায় বাইসাইকেল আরোহী মোস্তফা গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাচ্চু মিয়া আরও বলেন, ঘটনার পর সংশ্লিষ্ট থানার পুলিশ প্রাইভেট কারটি জব্দ করেছে।