প্রবল ইচ্ছাশক্তি থাকলে অসাধ্যকেউ সাধ্য করা যায়
আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিবেদক :
আল্লাহ অশেষ রহমতে দুটি হাত ও একটি পা না থাকাতেও এস এস সি পরিক্ষায় জিপিএ ৩.৫৬ পেয়েছে। জন্মগতভাবে দুটি হাত ও একটি পা নেই সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ফজলুর রহমানের। কিন্তু প্রবল ইচ্ছা শক্তি দিয়ে শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সে।পি এস সি তে ২.১৭ ও জেএসসি তে ৩.৭৫ নাম্বার পায়। তারই ধারাবাহিকতায় এস এস সি তেও ৩.৫৬ পায় সে। সে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মিটুয়ানী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। শারীরিক প্রতিবন্ধী স্কুলছাত্র ফজলু একই ইউনিয়নের চর গোপালপুর গ্রামের সাহেব আলীর ছেলে। ফজলুরের সাথ কথা বলতেই তার দুই চোখের পানিতে ভিজিয়ে যায়।
বলেন আমি যখন স্কুলে যাই অনেক কষ্ট হয় প্রতিদিন যাওয়া আসা ৩ কি মি রাস্তা হয়। ১ পায়ে লাফিয়ে লাফিয়ে স্কুলে যাই। আর আমার বোন যেদিন স্কুলে যায় না সেদিন আর কেউ আমার বই নেয় না তাই আমার আর স্কুলে যাওয়া হয় না।আবার বৃষ্টি হলে স্কুলে যেতে পারি না।আমার প্রায় সব কাজ মা করে দেন। তবে আমাকে যদি সবাই লেখাপড়া করার জন্য সাহায্য করে তাইলে আমি লেখাপড়া শেষ করে প্রতিবন্ধীদের জন্য কাজ করবো। ফজলুর বাবা সাহেব আলী বলেন, অভাব অনটনের সংসার যা রোজগার করি তা দিয়ে সংসার চালেই হিমশিম খাই। ফজলুর লেখাপড়া ভাল করলেও আমার টাকা না থাকা ওকে অনেক বই কিনে দিতে পারি না। ফজলুরের প্রতিবন্ধী কার্ড আছে ওখান থেকে কিছু হলেও লেখাপড়া করার কাজে লাগে। জমি বলতে ৪ শতাংশ বাড়ি। সারাদিন অন্য ক্ষেত্রে কাজ করি ১৫০/২০০ টাকা পাই তা দিয়ে ৯ জনের সংসার চালাই। ছোটবোন আসমা খাতুনই ফজলুকে স্কুলে যাতায়াতে সাহায্য করে। সেও ভাই ফজলুর সঙ্গে এক ক্লাসে লেখাপড়া করে। বাবা-মা, দুই ভাই ও চার বোন নিয়ে তাদের সংসার। তিন বোনের বিয়ে হয়েছে। বড় ভাই তাঁতের কাজ করে, বাবা-মা দিন মজুর। মা সারা খাতুন বলেন, ২০০০ সালের ফজলু বিকলাঙ্গ অবস্থায় জন্ম নেয়। আমরা স্বামী-স্ত্রী কেউ লেখাপড়া জানি না। ছোট মেয়ে আসমা ফজলুকে লেখাপড়া করায়। ফজলুর দুহাত ও এক পা না থাকলেও কিছু কিছু কাজ নিজেই করতে পারে বলে জানান তিনি। মিটুয়ানী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) আইয়ুব আলী জানান, ২০১৪ সালে ফজলুর এই বিদ্যালয়ে ভর্তি হয়। সে লেখাপড়ায় ভালো, স্মরণশক্তিও প্রখর। তারা দুই ভাইবোন আমাদের স্কুলেই লেখাপড়া করে। ফজলুর বাবা মা বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আলোর ফেরওয়ালা সাংবাদিক মামুন বিশ্বাস কে তারই সহযোগিতায় ফেসবুক থেকে বিভিন্নভাবে ফজলুর পরিবারকে আথিক সাহায্য করেন।