প্রধানমন্রীর ১০ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে চৌহালীতে প্রশিক্ষণ কর্মশালা
স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক সিরাজগঞ্জের চৌহালীতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ৷
বৃহুস্পতিবার(০৯ জুন) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি হয়ে উদ্বোধন করেণ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ মনির হোসেন ৷
সম্মানিত অতিথি ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর নারী নির্যাতন প্রতিরোধ সেলের সহকারি পরিচালক মাহবুবা নিপা ৷
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ কর্মশালায় অংশ নেন উপজেলার সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধান ও তাদের প্রতিনিধিরা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রতিনিধি,স্থানীয় সাংবাদিক, এনজিও, রাজনৈতিক দল ও সকল ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
মূখ্য আলোচক অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ মনির হোসেন প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগের ওপর আলোকপাত করে উদ্যোগসমূহ বাস্তবায়নে বাংলাদেশের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন।
এছাড়াও তিনি সরকারের সকল দপ্তর ও বিভাগসমূহের প্রতিনিধিদের উদ্যোগসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালনের জন্য দিক-নির্দেশনা দেন।
কর্মশালায় সভাপতির বক্তব্যে মোছাঃ আফসানা ইয়াসমিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে ২৯তম সাধারণ সম্মেলনের বক্তব্যে দারিদ্র্য, ক্ষুধা, যুদ্ধ ও মানুষের দুঃখ-দুর্দশা দূরীকরণ এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা অর্জনের লক্ষ্যে যে দিক-নির্দেশনা দিয়েছিলেন, সেটিই আমাদের আজকের উন্নত বাংলাদেশ গঠনের মূল পাথেয়।
কর্মশালায় প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ উপজেলা পর্যায় বাস্তবায়নে অগ্রগতি বিষয়ক উপস্থাপনা দেন ৷
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ৷ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেই দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাসহ বিশেষ ১০টি উদ্যোগ বাস্তবায়ন ও ভিশন ২০২১ এর অভিজ্ঞতার আলোকে প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ ঘোষণা করেছেন ৷ বিশেষ উদ্যোগ সমূহের সঠিক এবং আরো কার্যকর বাস্তবায়ন ভিশন ২০৪১ অর্জনে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায় ৷ এক্ষেত্রে উদ্যেগ সমূহের নিয়মিত পরিবীক্ষণের পাশাপাশি বাস্তবায়ন চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনা চিহ্নিত করা প্রয়োজন ৷
দিনব্যাপী এ কর্মশালায় ৫০ জন অংশগ্রহণকারীকে ১০টি গ্রুপে বিভক্ত করা হয়। প্রত্যেক গ্রুপের সদস্যরা তাদের জন্য নির্ধারিত প্রধানমন্ত্রীর ১টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে আলোচনা করেন চৌহালী উপজেলায় সেই উদ্যোগটি বাস্তবায়নে চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করেন এবং সম্ভাব্য সমাধানসহ উদ্যোগসমূহের প্রচারে করণীয় সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করে গ্রুপভিত্তিক উপস্থাপনা দেয়া হয় ৷
ইমরান হোসেন আপন
চৌহালী প্রতিনিধি
তারিখ ০৯-০৬-২২