উল্লাপাড়া

প্রধানমন্ত্রীকে কটূক্তি ও ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় বিক্ষোভ

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ-

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর জাতীয়তাবাদী ছাত্রদলের হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ। বুধবার বেলা ১১টার দিকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি সরকারি আকবর আলী কলেজ গেট থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহমুদের সভাপতিত্বে কলেজগেটের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সবুজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

০১/০৬/২০২২